সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:০৯,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩৩ বার পঠিত
সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় এজজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) দুপুর ২: ৩০ ঘটিকায় গোয়াইনঘাট থানাধীন ১১নং মধ্য জাফলং ইউনিয়নের গোয়াইনঘাট-জাফলং রাস্তার বাউরবাগ ব্রীজ নামক স্থানে মোটর সাইকেল ও অটো রিক্সা মুখামুখি সংঘর্ষ হয়।
নিহত মফিজ মিয়া (৪৫) নয়াবস্তি পূর্ব জাফলং মোঃ রেনু মিয়ার ছেলে। ঘটনাস্থলে আহত একই এলাকায় সুমেশ (৪০) ও কাদির মিয়া(৩৮) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলার সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক জানান, গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছে। আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।