গ্রেপ্তার আতঙ্কে অবৈধ ডেলিভারি রাইডার বাংলাদেশি স্টুডেন্টরা
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:০৩,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩২৭ বার পঠিত
যুক্তরাজ্যে সপ্তাহজুড়ে হোম অফিস বর্ডার ফোর্সের রেইডে অভিবাসন আইন অমান্য করে কাজ করায় ৬০ জন ডেলিভারি রাইডারকে গ্রেপ্তার করা হয়েছে। সপ্তাহব্যাপী অভিযানে ডেলিভারু, জাস্ট ইট এবং উবারইটসে কাজ করে এমন ডেলিভার রাইডারদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডেলিভারি রাইডারেরা ব্রাজিল, ইন্ডিয়া ও আলজেরিয়ান নাগরিক।
এদিকে হঠাৎ করে এমন অভিযানে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, বাংলাদেশি স্টুডেন্টদের বড় একটি অংশ ডেলিভারি পেশায় কর্মরত আছেন যুক্তরাজ্যে।
ব্রিটিশ সংবাদপত্রগুলো জানায়, টার্গেট করে এই রেইড পরিচালনা করা হয়েছিল। গ্রেপ্তারকৃতদের অপরাধের মধ্যে রয়েছে মিথ্যা ডকুমেন্টেশন দাখিল করা এবং যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করা। রেইডে তাদের সাথে থাকা অর্থ বাজেয়াপ্ত করা হয়।
ধারণা করা হচ্ছে তাঁরা আরো অন্য কোনো অপরাধের সাথেও যুক্ত থাকতে পারে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৪ জনকে ইউকে হতে ডিপোর্টেশন এবং বাকি ১৬ জনকে জামিনে মুক্তি দেয়া হবে বলে হোম অফিস জানায়।
হোম অফিস জানিয়েছে, ‘তারা আশা করে এইভাবে ক্র্যাকডাউন চালালে অবৈধভাবে যারা ইউকেতে অবস্থান করছে তারা হয়তো স্বেচ্ছায় দেশত্যাগ করবে।’
দেশটির স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্র্যাভারম্যান দাবি করেন, ‘অবৈধভাবে আসা লোকেরা এইদেশে বৈধ উপায়ে আয় রোজগার করছে না তাতে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউকেতে থাকা স্থায়ী বাসিন্দারা কাজ পাচ্ছেন না। যা আমাদের সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করছে এবং স্থানীয় লোকেরা কাজের অভাববোধ করছে। অনেকে কাজ পাচ্ছে না। ক্যাশ ইন হ্যান্ড কাজ করার সুবিধা নিয়ে সস্তায় অবৈধ ইমিগ্র্যান্টরা কাজ করে যাচ্ছে। আমরা এটা বরদাস্ত করবো না। আমাদের প্রধানমন্ত্রী চান, আইন মেনে এইধরনের অপব্যবহার যাতে দ্রুত রোধ করা যায়।’
লন্ডনে কর্মরত এক ডেলিভারি ড্রাইভার বলেন, বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, আফ্রিকান স্টুডেন্টদের বড় একটি অংশ অ্যাপস ভাড়া নিয়ে ডেলিভারি পেশায় জড়িত। যার কারণে প্রকৃত ডেলিভারি পেশায় যারা আছেন, তাঁদের আয় রোজগার কমে গেছে। বিষয়টি নজরে আসায় রেইড শুরু করেছে হোম অফিস। এছাড়া স্টুডেন্টরা জাস্ট ইট’এ ঘন্টা হিসেবে কাজ করতে পারলেও ডেলিভারু এবং উবার ইটসে কাজ করার সুযোগ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টুডেন্ট জানান, ‘স্টুডেন্টদের সর্বোচ্চ ২০ ঘন্টার কাজের সুযোগ থাকে। এত অল্প কাজ করে পড়ালেখার খরচ চালানো কষ্টকর। ফলে অনেকে বাধ্য হয়ে অ্যাপস ভাড়া নিয়ে ডেলিভারি রাইডারের কাজ করে। চলতি সপ্তাহে হোম অফিসের অভিযানের খবরে আমরা কিছুটা হলেও ভয়ে আছি।’
লন্ডনের ব্যারিস্টার এমকিউ হাসান জানান, অবৈধ বসবাসকারীদের ধরতে রেইড শুরু করেছে হোস অফিস। এছাড়া যাদের কাজ করার অনুমতি নেই তারা গ্রেপ্তার হলে বিপুল অংকের জরিমানার পাশাপাশি দেশত্যাগের নির্দেশ দেয়া হতে পারে।