লক্ষ্মীপুর সদর উপজেলার নাগেরহাট এলাকায় জেলা যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে সন্ত্রাসীরা তাদের গুলি করে।
প্রথমে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। এসময় গুলিবিদ্ধ হন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামও। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
যুবলীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন।