আ.লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে : কাইয়ুম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৭:৫২:৩৫,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৩ বার পঠিত
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিদ্যুতের ভয়াবহ লোডশোডিং, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দেশের মানুষ আজ অতিষ্ঠ। সাধারণ মানুষ দু’বেলা পেট ভরে খেতে পারছে না। আর সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্ণীতি করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। ফলে দেশের রিজার্ভ ফুড়িয়ে যাচ্ছে। আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, ঋণের কিস্তি নিতে সরকার দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করছে। এমন অবস্থায় তেলের দাম বাড়ার কারণে কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। আর যারা চাষাবাদ করছেন তারাও ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। সর্বপোরী দেশে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। মানুষ এই দুঃশাসন থেকে মুক্তি চায়।
বুধবার (২৬ এপ্রিল) বিকেলে উত্তর কুশিয়ারা ইউনিয়নের ডন্ডি গ্রামে ফ্রান্স প্রবাসী বিএনপির নেতা জাকারীয়া আহমদের সহযোগিতায় সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা আলী নেওয়াজের সভাপতিত্বে ও সজিবুর রহমানের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান সুফি, মাহবুব আলম, শহীন আলম জয়, মুসা রাজা, রাজু চৌধরী, তানিম আহমদ, রুহুল আমীন, তাজিবুর রহমান, সাহেদ আহমদ মেম্বার, ডা.আজাদ শামীম আহমদ প্রমুখ।
এর আগে দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিকোনা বাজারে উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
ইউনিয়ন বিএনপির সভাপতি সনজিদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।