নৌকার জয়ে অগ্রনী ভূমিকা রাখবে শ্রমিক লীগ : আনোয়ারুজ্জামান
প্রকাশিত হয়েছে : ৭:৫২:২৭,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৫ বার পঠিত
সিলেট সিটি কর্পোরেশন ননির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা। ২১ জুন সিসিক নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। জনগণের ভালবাসা অর্জন করে বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করতে হবে। আর সেই কাজে অগ্রনী ভূমিকা পালন করবে শ্রমিক লীগ।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে জাতীয় শ্রমিক লীগের সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট সিটি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সভাপতি এজাজুল হক এজাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাপক জাহাঙ্গীর খান, অর্থ সম্পাদক সুশান্ত দেব, ক্রীড়া সম্পাদক শাহ আলম ছুরুক, সহ-সম্পাদক নুর এ আলম, সহ-সম্পাদক সমেন্দ্র সিংহ, সিনিয়র সদস্য রোস্তম খান, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, পানি উন্নয়ন বোর্ড সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি মোহাম্মদ রেহান, সিলেট গ্যাস ফিল্ড সিবিএ’র সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অগ্রনী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ব্যাংক কর্মচারী ফেডারেশনের কার্যকরি সভাপতি ও বাংলাদেশ ব্যাংক সিবিএ সিলেট শাখার সভাপতি আজিজুর রহমান, সিলেট সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ, দক্ষিন সুরমা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাছ আলী, টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন সিলেটের সভাপতি মুনির উদ্দিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া, হকার্স লীগের সভাপতি আতিউর রহমান, ব্যাংক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষি ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক শানুর আলী, ব্যাংক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, জেলা রিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।