ডিসি-এসপির ছবি দিয়ে টিকটক ভিডিও, দুজন আটক
প্রকাশিত হয়েছে : ১০:০৮:৫৯,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩৭ বার পঠিত
হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ছবি ব্যবহার করে মানহানিকর টিকটক ভিডিও বানানোর অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বানিয়াচং থানা পুলিশের এসআই মনিরের নেতৃত্বে উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামের পলাশ হোসেন ইমন (২৫) ও ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের সাগর দিঘীর পশ্চিমপাড়ের মিলাদ (১৬)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।
তিনি বলেন, অভিযুক্ত দুইজন দেশের তারকা ব্যক্তিদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করে। সম্প্রতি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গ্রেপ্তার করে তাদেরকে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আটকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।