প্রয়াত এড.মনসুর রশীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া
প্রকাশিত হয়েছে : ১১:২০:১০,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪০ বার পঠিত
সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বারের সদস্য সদ্য প্রয়াত এডভোকেট মনসুর রশীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বৃহত্তর তেলিহাওর আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বাদ জোহর মাছুদিঘীরপাড়স্থ সিলেট জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, সহ-সভাপতি এডভোকেট মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোয়েব আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, দক্ষিন সুরমা উপজেলার আওয়ামী লীগের সহ- সভাপতি রাজ্জাক হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী রনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি কে মাসুক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ,জর্জিয়া স্টেইট যুবলীগের সাধারণ সম্পাদক হাসান চৌধুরী সুহেল প্রমুখ।
উল্লেখ্য, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মনসুর রশীদ বিগত (১৯ এপ্রিল) বিকেলে ইন্তেকাল করেন।