বাহুবলে আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘরে আগুন
প্রকাশিত হয়েছে : ১১:২০:৪৩,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪০ বার পঠিত
হবিগঞ্জের বাহুবলে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানিপুর পায়রাটিলা এলাকায় এই ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ১০টি ঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ তদন্ত শেষে বলা যাবে।’
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানিপুর পায়রাটিলা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে লাগা আগুন পরিদর্শনে নেতৃস্থানীয় লোকজন
স্থানীয় লোকজন জানান, আজ সকাল ৯টার দিকে পায়রাটিলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগে। তা মুহূর্তেই অন্য ঘরে ছড়িয়ে পড়ে। একে একে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আশ্রয়ণ প্রকল্পটি উঁচু টিলায় হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের।
খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন, পুটিজুরী ইউপি চেয়ারম্যান মো. মুদ্দত আলী, পুটিজুরী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেনসহ পুলিশের বিভিন্ন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।