দুই দিনের সফরে সিলেটে এসে পৌঁছেছেন আইজিপি
প্রকাশিত হয়েছে : ৪:২২:৩৩,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫৩ বার পঠিত
দুই দিনের সফরে সিলেটে এসে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১১ ঘটিকার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আইজিপি এবং পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছালে তাঁকে জানাতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জনাব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন,সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম, সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান,সিলেট জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এসএমপি পুনাক সভানেত্রী নাসরিন লায়লা সহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সিলেট সফরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। সফরসূচীতে রয়েছে আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ:) মাজার ও হযরত শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে তিনি সকাল সাড়ে ১১টায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দক্ষিণ সুরমার মোগলাবাজার প্যারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করবেন।
শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় সিলেট জেলা পুলিশ লাইন্স এ সিলেটে কর্মরত অফিসারদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে দুপুর ১২ টায় নির্মাণাধীন ৭এপিবিএন পরিদর্শন ও সাড়ে ১২ টায় নির্মাণাধীন আর আরএফ পরিদর্শন করবেন।