জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১, আহত ৫
প্রকাশিত হয়েছে : ৮:৪৪:২৫,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫১ বার পঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার রাত ৯ টায় উপজেলার প্রবাসী অধ্যুসিত সৈয়দপুর ঈশানকোণা গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতের নাম সৈয়দ জামাল মিয়া (৪৫)। আহতরা হলেন- সৈয়দ গফর আহমেদ শিপু (২৮), সৈয়দ সেলু মিয়া (৫৫), সৈয়দ হোাসাইন মিয়া (৩০), সৈয়দ আনহার মিয়া (৬০), সৈয়দ আমিন মিয়া (৬৫)।
পুলিশ জানায়, সৈয়দপুর ঈশানকোণা গ্রামের সৈয়দ আলমগীর মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের সৈয়দ হোসাইনের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সৈয়দ জামাল মিয়া, সৈয়দ গফর আহমেদ শিপু , সৈয়দ সেলু মিয়া , সৈয়দ হোাসাইন মিয়া, সৈয়দ আনহার মিয়া, সৈয়দ আমিন মিয়া গুলিবিদ্ধ হন। রাত ১০ টায় আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি দেখে রাতেই কর্তব্যরত চিকিৎসকরা আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই রাত ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ জামাল মিয়া মারা যান । এ ঘটনায় অপর আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বললেন, উভয়পক্ষ পরস্পরের আত্মীয়। আধিপত্যের দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। নিহতের স্বজনদের মামলা দায়ের করার জন্য বলা হয়েছে।