মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে : জেবুন্নেছা হক
প্রকাশিত হয়েছে : ৮:৪২:২৯,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩৩ বার পঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, মুক্তিযোদ্ধারা এ দেশ স্বাধীন না করলে আমরা আজ এদেশে নিরাপদে চলাফেরা করতে পারতাম না। তাই মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সবসময়ই সম্মান প্রদর্শণ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান সহিত বুকে লালন করেছেন সেভাবেই তাদেরকে বুকে জড়িয়ে রাখতে হবে।
তিনি আরো বলেন, আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বঙ্গবন্ধুর প্রতীক, জনতার প্রতীক নৌকা মার্কায় বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। যাতে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে পারে সিলেটবাসী।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা ও মহানগর এবং বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি সিলেট জেলার সার্বিক সহযোগিতায় ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম এবং মহা নগরের সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদ সারওয়ার সবুজের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সিরাজুল ইসলাম, মহানগর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, সালমা বাছিত, জেলা ডেপুটি কমাণ্ডার আকরাম আলী, নাতুরাম বনিক বিজন বীর প্রতীম, মুক্তিযোদ্ধা কুটি মিয়া, নাজিম উদ্দিন, আজিজুল কামাল, খলিল উদ্দিন, সুবেদার আফতাব উদ্দিন, খলিলুর রহমান, আব্দুস শহীদ খান, ফজলুর রহমান, পান্না লাল রায়, মিরন মিয়া, মহি উদ্দিন, রফিক আহমদ, আব্দুল কাদির, দীপাংকর চক্রবর্তী, নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস, ডা. নাজরা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ নুর, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মহনগরের সহ সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন, সাদিকুর রহমান সাদিক, আব্দুল কাদির যুগ্ম সম্পাদক সার্জেন্ট আবুল হোসেন, মনোরঞ্জন তালুকদার, ওয়ালি মাহমুদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি মনোজ কপালী মিন্টু, অধ্যাপক জান্নাতুল ফেরদৌস পান্না, এডভোকেট মোস্তফা দিলওয়ার আল আজহার, জর্ডান শাহ, সিলেট সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দাস, এম এ বিশ্বাস পারভেজ, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, ইউসুফ হোসেন সেলু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরুল হুদা কয়েছ, গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা যাদর বিশ্বাস।