আ.লীগের দুঃশাসনে দেশ আজ চরম সংকটে : এমরান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:০২,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫৮ বার পঠিত
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনে দেশ আজ চরম সংকটময় সময় অতিক্রম করছে। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১০ দফা দাবীতে আন্দোলনের ডাক দিয়েছেন। দেশের সর্বস্থরের জনগণ এসব ধারাবাহিক আন্দোলন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।
শুক্রবার উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপি আয়োজিত মরহুম বিএনপি নেতাদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি কমর উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম অহন, আবুল হাসনাত ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল হাই স্মরণে এই শোকসভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।
জাসাসের সভাপতি মুজিবুর রহমানের সভাপতি ও যুবদল নেতা দিলাল আহমদের সঞ্চালনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিএনপি নেতা আব্দুস সবুর, সহ সম্পাদক এনাম আহমদ, জেলা বিএনপির সদস্য আমিনুর রশীদ টিপু, কবীর আহমদ, দৌলা হোসেন সুবাস, নজমুল হোসেন, তাজ উদ্দিন কুটি, মাসুক আহমদ, গুলজার আহমদ রাহেল, সোহেল আহমদ, ময়নুল ইসলাম, আয়নুল আবেদিন প্রমুখ।
পরে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।