আসামিকে মদ কেনার সুযোগ দিল পুলিশ!
প্রকাশিত হয়েছে : ১১:৫২:১৯,অপরাহ্ন ০১ মে ২০২৩ | সংবাদটি ৪৭ বার পঠিত
হাজিরা দিতে আসামিকে নিয়ে আদালতে গেছে পুলিশ। প্রচণ্ড গরমে তৃষ্ণা পাওয়ার পর পুলিশের কাছে মদ কেনার সুযোগ চেয়ে অনুরোধ করেন ওই আসামি!
তৃষ্ণার্ত ‘ব্যক্তির’ এমন অনুরোধ ফেলতে পারেননি এক ‘মানবিক’ পুলিশ। তার অনুমতি নিয়ে সবার সামনে দোকান থেকে মদ কেনেন ওই অপরাধী।
তবে আসামি যেন কোনো অবস্থায় পালিয়ে যেতে না পারেন, সে ক্ষেত্রে সতর্ক ছিলেন ওই পুলিশ সদস্য। তার কোমরে দড়ি বেঁধে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে ছিলেন তিনি।
এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশের হামিরপুরে।
কোমড়ে দড়ি পরিহিত অবস্থায় আসামির মদ কেনার বিষয়টির ছবি তোলেন কেউ একজন। এরপর গত শুক্রবার (২৮ এপ্রিল) ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা রোববার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনা জানাজানি হওয়ার পর দ্রুত অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাত্র কয়েকদিন আগে উত্তরপ্রদেশে পুলিশ সদস্যদের সামনে আতিক আহমেদ নামে এক রাজনীতিবিদ এবং তার ভাইকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অনেক বিতর্ক চলছে। এরমধ্যেই রাজ্য পুলিশের আরেকটি বিতর্কিত কাণ্ড সামনে এলো। সূত্র: আনন্দবাজার পত্রিকা