*** লন্ডনের টাওয়ার হ্যামলেটসের সাবেক ও প্রথম নির্বাহী ডেপুটি মেয়র এ.এম ওহিদ আহমেদ এর সাথে IRCC তে মতবিনিময় সভা ***
প্রকাশিত হয়েছে : ৪:৪০:৪৪,অপরাহ্ন ২৩ আগস্ট ২০২৩ | সংবাদটি ৩১৪ বার পঠিত
বার্তা সম্পাদক, আজকাল কানাডা:- লন্ডনে পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ও টাওয়ার হ্যামলেটসের সাবেক ও প্রথম নির্বাহী ডেপুটি মেয়র জনাব এ.এম ওহিদ আহমেদ এর কানাডা আগমন উপলক্ষে গত সোমবার বাদ মাগরিব টরেন্টোর মসজিদ আল-আবেদিন এর হল রুমে এক মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
ইসলামিক রিসার্চ সেন্টার অফ কানাডার সম্মানিত চেয়ারম্যান মুফতি, হাফেজ আসলাম উদ্দিন আল-আযহারী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এম ওহিদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার প্রথম সারির রাজনীতিতে বাংলাদেশীদের একমাত্র গর্ব স্কারবোরো সাউথ ওয়েস্ট এর সম্মানিত এম,পি,পি ডলি বেগম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুদূর যুক্তরাজ্য থেকে আগত লন্ডনের বিখ্যাত সাফা ফুডস ও জিনানী ব্রান্ডের সত্তাধিকারী গোলাম জিলানী।
হাফেজ বাশির চিশতির কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাদের ব্যবহার,আমাদের চলাফেরার মাধ্যমে ইসলাম আসতে হবে। এই ধরনের মসজিদ মাদ্রাসার সাথে নিজেকে জড়িত রাখতে পারলে আমাদের চলাফেরা আচার-আচরণ এর পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ।
মসজিদের চেয়ারম্যান ও খতিব মুফতি আসলাম উদ্দিন আল-আযহারী সাহেবের কথা বলতে গিয়ে প্রধান অতিথি বলেন এই ধরনের একজন লিডার, মুসলমানদের প্রত্যেক কমিউনিটিতে একজন হওয়া দরকার।
বিশেষ অতিথি ডলি বেগম বলেন, এই সমস্ত নন মুসলিমের দেশে আমাদের ঈমান, আকিদা, তাকওয়া যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি তাহলে অবশ্যই ইসলামের দাওয়াত আরো দ্রুতগতিতে বাড়তে থাকবে।
বিশেষ অতিথি, জনাব গোলাম জিলানী তার বক্তব্যে বলেন কানাডাতে এত দ্রুত ইসলামের প্রসার হচ্ছে দেখে তিনি মহান রব্বুল আলামীনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন। এবং আগামীতে লন্ডনে এই মসজিদের জন্য ফান্ড রেইজিং এর ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
মাসুমুর রহমান বাপ্পির উপস্থাপনায়
অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন লন্ডন থেকে আগত বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব হিফজুর রহমান, মসজিদ ক্রয়ের সর্বশেষ আপডেট নিয়ে বক্তব্য রাখেন ইন্জিনিয়ার খালেদ মামুন, IRCCর স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইন্জিনিয়ার কামাল আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশ অফ টরেন্টোর সাবেক সভাপতি ছাদ চৌধুরী, মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি লায়েকুল হক চৌধুরী, কানাডা লিবারেল পার্টির তরুণ মুখ, উদীয়মান নেতা সারোয়ার চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরেন্টোর বর্তমান সভাপতি মাহবুব চৌধুরী রনি, হাঙ্গার টরন্টোর উপদেষ্টা মোঃ ওমর ফারুক, রিজেন্ট পার্ক কমিউনিটি নেতা জগলুল হক, বিশিষ্ট কমিউনিটি নেতা গোলাপগঞ্জ, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহান চৌধুরী।
সর্বশেষে মাওলানা খলিল চিশতির মাধ্যমে দোয়া পরিচালনা ও রাতের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।