কানাডার মন্ট্রিলে বৈশ্বিক সামিটের জন্য বৃত্তি, থাকা, খাওয়া ও বিমান টিকিটের সুবিধা
প্রকাশিত হয়েছে : ৭:২৬:৩৩,অপরাহ্ন ২৫ মার্চ ২০২৪ | সংবাদটি ১১৫ বার পঠিত
ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে বসবে ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিট। এই সামিটে অংশ নেওয়ার জন্য বিভিন্ন মহাদেশের সম্ভাবনাময় তরুণদের বৃত্তি প্রদান করা হয়। তবে বৃত্তি পেতে আবেদনকারীর থাকতে হবে নিজের দেশ ও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন ও বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে উল্লেখযোগ্য ভূমিকার অভিজ্ঞতা।
ওয়ান ইয়াং ওয়ার্ল্ড তরুণ নেতৃত্বের একটি বৈশ্বিক কমিউনিটি। এটি তরুণ ও সম্ভাবনাময় নেতাদের সামাজিক ভূমিকা, নিজস্ব দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে উদ্বুদ্ধ করে। যা একই সাথে তাঁদের স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিতি এবং যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করে। এই সামিট বিশ্বের বিভিন্ন বড় বড় সমস্যাগুলোকে চিহ্নিত করা এবং সমাধানের লক্ষ্যে ১৯০টির বেশি দেশের ২০০০ তরুণ নেতাদের একত্র করে।
এই কমিউনিটিতে সাড়ে ১৫ হাজারের বেশি তরুণ নেতা এখন পর্যন্ত যুক্ত আছেন। যার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পল পলম্যান ও মেরি রবিনসনদের মতো নেতারা আছেন। এই সামিট শিক্ষা, রাজনীতি, ব্যবস্যায়, মানবিক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক ক্ষেত্রে সফল বৈশ্বিক নেতাদের সঙ্গে যোগাযোগ তৈরি এবং চিন্তাভাবনা আদান–প্রদানের ভালো সুযোগ তৈরি করে দেয়।
বৃত্তির সুবিধা
ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিট ২০২৪-এ প্রবেশ সুবিধা
১৭ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হোটেলে থাকার খরচ
ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার
আবেদনকারীর নিজ দেশ থেকে মন্ট্রিলে যাওয়া-আসার বিমান টিকিটের খরচ।
আবেদনকারীর ভিসা ফি এবং ভিসাসংক্রান্ত অন্যান্য খরচ নিজেকেই বহন করতে হবে।
আবেদনের শর্ত
বয়স ১৮ থেকে ৩০-এর মধ্যে হতে হবে। তবে অসাধারণ যোগ্যতার বিবেচনায় তিরিশোর্ধরাও আবেদন করতে পারবেন, কিন্তু ১৮ বছরের নিচে কেউই আবেদন করতে পারবেন না।
সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রমাণ থাকতে হবে।
আবেদনকারীর নেতৃত্বের গুণাবলি থাকার প্রমাণ থাকতে হবে।
নিজের কর্মের মাধ্যমে স্থানীয় এবং আন্তর্জাতিক সমস্যার সমাধানে কাজ করছেন এমন হতে হবে।
সমস্যার সমাধানে কার্যকরী এবং উদ্ভাবনী আইডিয়া তৈরির প্রমাণ থাকতে হবে।
বাংলাদেশি নাগরিক/পাসপোর্টধারী হতে হবে।
বিস্তারিত জানতে ওয়েবসাইট: oneyoungworld.com
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন: oneyoungworld.com