ফোবানায় নৃত্য পরিবেশন করলেন নয়ন
প্রকাশিত হয়েছে : ১০:০৬:৪২,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ২১৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার: কানাডার টরেন্টোর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। ডাউন টাউন শেরাটনে প্রেস্টিজিয়াস এ সম্মেলনে একক নাচ পরিবেশন করলেন বিনোদন বিচিত্রা ফটো সুন্দরী ও নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়। ০২ সেপ্টেম্বর তার পরিবেশিত নাচটি ছিল সত্যি মনোমুগ্ধকর। তিনি জানান, নাচ আমার রক্তে মিশে আছে। বাংলাদেশে নিয়মিত নাচ করলেও বিদেশ বিভূইয়ে ব্যস্ততার কারনে হয়ে উঠে না। আশা করছি এখন থেকে নিয়মিত নাচ করবো। উল্লেখ্য, ফটোসুন্দরী নয়ন বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভূক্ত শিল্পী। বাংলাদেশে বসবাসকালে তিনি নিয়মিত নাটক, উপস্থাপনা ও নাচ করতেন। টরেন্টোতে আসার পর তিনি ৫ম সম্মিলিত বাংলা মেলা ও বাংলাদেশি কানাডিয়ান এক্সপ্লোরার (বিসিই) ঈদ গালা নাইটে নাচ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। সর্বশেষ ফোবানায় নাচ করলেন নয়ন।