এ ই একাডেমির BBQ Party সফল ভাবে সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৯:৩২:১৭,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০২৩ | সংবাদটি ২২১ বার পঠিত
গতকাল ১৫ই অক্টোবর এ ই একাডেমির BBQ Party সফল ভাবে সম্পন্ন হয়েছে । এ ই একাডেমির পরিচালক শিক্ষা ও প্রধান সমন্বয়কারী সকলের প্রিয় শুভ্রা রহমানের পরিকল্পনা ও সার্বিক নির্দেশনায় ছাত্র ছাত্রীরা মেতেছিল এক অন্যরকম আনন্দে। সবাই স্বেচ্ছাশ্রম দিয়ে অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করেছে। এতে মসজিদ আল আবেদিনের খতিব ও প্রধান মতোয়াল্লি মুফতি আসলাম উদ্দিন আল আযহারী, অন্টারিও প্রাদেশিক সরকারের ডেপুটি লিডার অফ দা হাউস ডলি বেগম, এমপিপিসহ বাঙ্গালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও হাজির ছিলেন এই একাডেমির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এমন একটি সুন্দর আয়োজনের জন্য শুভকামনা জানিয়েছেন উপস্থিত অনেকেই। এ ই একাডেমির পক্ষ থেকে এমন একটি আয়োজনে উপস্থিত ও সহায়তার জন্য আন্তরিকভাবে ফরিদ, জাহিদ,আশরাফ, মোমিন, মাহবুব, মামুন, জামিল, লায়েক, নান্নু, রশিদ ও the master chef zaman ও বাদলকে ধন্যবাদ দেওয়া হয়েছে। এছাড়া সাংবাদিক ও কলামিস্ট সওগাত আলী সাগর, সাংবাদিক মাহবুব ওসমানী, প্রবাসী টিভির দিন ইসলাম ও আজকাল সম্পাদক মাহবুব চৌধুরী রনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এ ই একাডেমী।