বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙলেন সাকিব
প্রকাশিত হয়েছে : ৬:০৯:২৭,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০২৩ | সংবাদটি ১৩১ বার পঠিত
টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে এরপর কুইন্টন ডি কক ও এইডেন মার্করামের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে প্রোটয়ারা। এই দুই বিধ্বংসী ব্যাটারের ব্যাটে টাইগারদের চোখ রাঙাছিলো দক্ষিণ আফ্রিকা। মার্করামকে ফিরিয়ে বিপজ্জনক জুটি ভাঙলেন সাকিব।
মঙ্গলবার (২৪ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় ওভারেই রেজা হেন্ড্রিকসকে ফেরানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। প্রোটিয়াদের বিপদে ফেলতে দ্বিতীয় ওভারেই স্পিনার এনেছিলেন টাইগার অধিনায়ক সাকিব। মেহেদি হাসান মিরাজের ওই ওভারের পঞ্চম বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ০ রানে থাকা হেন্ড্রিকস। কিন্তু তানজিদ হাসান তামিম সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি।
তবে জীবন পেয়েও বেশিদূর এগোতে পারেননি। ষষ্ঠ ওভারে শরীফুল ইসলামের ফুললেংথ থেকে ভেতরের দিকে ঢোকা বল পুরোপুরি মিস করে বোল্ড হন প্রোটিয়া ওপেনার। রানের খাতা খোলার আগে জীবন পেয়ে ১৮ বলে ১২ রান করেন এ দক্ষিণ আফ্রিকান ব্যাটার।
অষ্টম ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংসে আরেক দফা আঘাত হানেন মিরাজ। ডানহাতি এ স্পিনারের ঘূর্ণিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ৭ বল খেলে ১ রান করা রাসি ফন ডার ডুসেন। ফলে চলমান ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো পাওয়ারপ্লেতে একাধিক উইকেট হারিয়েছে প্রোটিয়ারা।
তবে পাওয়ারপ্লে শেষ হওয়ার পরের দশ ওভারে পাল্টা আক্রমণ শুরু করেন ডি কক ও মার্করাম। এই জুটিতে শুরুর চাপটা তারা কাটিয়ে গড়ে দেয় দারুণ ভিত। ডি কক আগ্রাসী থাকলেও ধীর স্থিরভাবে খেলেছেন মারক্রমা। ১৩১ রান যোগ করা জুটিটি ভাঙে এইডেন মারক্রামের বিদায়ে। ৩০.৪ ওভারে জুটি ভেঙেছেন অধিনায়ক সাকিব। মারক্রাম সাকিবকে উঠিয়ে মারতে গিয়ে ৬০ বলে ক্যাচ আউট হয়েছেন। প্রোটিয়া ব্যাটারের ৬৯ বলের ইনিংসে ছিল ৭টি চার।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভার ২ বলে শেষে তিন উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৮২ রান। উইকেটরক্ষক কুইন্টন ডি কক রানে ৯৬ অপরাজিত আছেন। অন্যদিকে, হাইনরিখ ক্লাসেন ১০ রানে ব্যাট করছেন।