যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ৬:৩৫:৫৩,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৪১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি স্যান্ড্রা ডে ও’কনর মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) ৯৩ বছর বয়সে তিনি নিজের বাসভবনে মারা যান। খবর বিবিসি’র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে তিনি শ্বাঃসকষ্টজনিত সমস্যাসহ আরও বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট এক বিবৃতিতে ও’কনরকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আমেরিকান কন্যা হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি মার্কিন নাগরিকদের প্রথম নারী বিচারপতি ছিলেন। অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ও’কনর বিচারপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে তিনি স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করেন।
তিনিই প্রথম নারী যিনি ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নিয়োগ পেয়েছিলেন। দীর্ঘ ২৪ বছর বিচারপতি হিসেবে কাজ করার পর ২০০৬ সালে তিনি অবসরে যান।