নবাগতের জন্য জালালাবাদ এসোসিয়েশনের দ্বিতীয় সেমিনারে উপচেপড়া ভীড়
প্রকাশিত হয়েছে : ৬:৫৭:৪৩,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২৪ | সংবাদটি ২২৪ বার পঠিত
কানাডায় নবাগতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষিয়ে সঠিক দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কর্তৃক আয়োজিত ওয়ার্কশপ এবং সেমিনার সিরিজের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় সম্প্রতি ৭ই জানুয়ারি টরন্টোর বাংলাদেশ সেন্টারে।
ক্যারিয়ার, ট্যাক্স এবং ইমিগ্রেশন নিয়ে এই পর্বে গেস্ট স্পিকার হিসেবে ছিলেন বিশিষ্ট আই. টি. ইঞ্জিনিয়ার ইলিয়াছ খান (ফোন: (647) 787 0256, ইমেইল: iliaskhan123@gmail.com) বিশিষ্ট একাউন্টেন্ট জুবায়ের আহমেদ (ফোন: (416) 732 1685, ইমেইল: zubaier@mzacpa.ca) এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার ওয়াসিম আহমেদ (ফোন: (647) 657 5260 ইমেইল: washim@owslaw.ca )। উল্লেখ্য যে, টরন্টোর বাংলাদেশী কমিউনিটিতে এধরণের সময়পোযোগী এবং ব্যতিক্রমধর্মী ওয়ার্কশপ এবং সেমিনার, যেটির প্রথম পর্ব অনুষ্ঠিত হয় বিগত ২৯-শে আগস্ট, ২০২৩, এই প্রথম।
সংগঠনের সভপতি মাহবুব চৌধুরী রনির সভাপতিত্বে এই সেমিনারে পুরো হলভর্তি অংশগ্রহণকারীদের উপচেপড়া ভীড় ছিল লক্ষণীয়। আলোচনার গেস্ট স্পিকাররা বিভিন্ন বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং লাইভ তথ্য শেয়ার করেন যেটি উপস্থিত সবাই বিশেষ মনোযোগ সহকারে উপভোগ করেন। এছাড়াও সেমিনারটি ছিল অত্যন্ত ইন্টারেক্টিভ যেখানে অংশগ্রহণকারীদেরকে স্পিকারদের উদ্দেশ্যে তাৎক্ষণিক বিভিন্ন প্রশ্ন করার সুযোগ করে দেয়া হয়।
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে সভাপতি মাহবুব চৌধুরী (রনি) ও সাধারণ সম্পাদক মেহেদী মারুফ বলেন যে নবাগতদের সাহায্য করার জন্য সংগঠনের এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং অতি শীঘ্রই এর তৃতীয় পর্বের আয়োজন করা হবে। আগ্রহীদেরকে এব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য সংগঠনের ফেসবুক পেইজ ফলো করার অনুরোধ করা হয়। সেমিনারে অংশগ্রহণকারীদের সাথে ভবিষ্যতে যোগাযোগ অব্যাহত রাখতে এবং তাদেরকে চাকরি খোঁজা সহ অন্যান্য বিষয়ে সাহায্য করার লক্ষে উপস্থিত সবার নাম, ফোন এবং ইমেইল ঠিকানা দিয়ে একটি ডিজিটাল ডাটাবেজ তৈরী করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও সংগঠনের অনুরোধে ইমিগ্রেশন এবং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে ওই সেমিনারে উপস্থিত সবাইকে ফি-এর ব্যাপারে বিষেশ ছাড় দেয়ার ঘোষণা দেন ব্যারিস্টার ওয়াসিম আহমেদ এবং একাউন্টেন্ট জুবায়ের আহমেদ।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন দেবব্রত দে তমাল, ইন্তিখাব চৌধুরী তুহিন, মকবুল হোসেন, আহমেদ হোসেন লনী , ফারুক আহমেদ, এজাজ চৌধুরী, আব্দুস সালাম, বিবেক সেন রাজীব, আলী হোসেন, ব্যারিস্টার রিজুয়ান রহমান, মিজানুর রহমান, বাপ্পি রহমান, তৌহিদ নোমান সহ কমিউনিটির অনেক নেতৃস্থানীয় বক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন আবু জহির শাকিব এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাসেল আহমেদ, মনসুর আহমেদ, হাবিবুর রহমান চৌধুরী, মেহেদী চৌধুরী, জুয়েল আহমেদ, মাসুম মুনিম এবং রিফফাত নুয়েরীন।
হাসান তারেক ইমাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো