জায়নামাজে থাকা কাবার ছবিতে পা পড়লে যা করবেন
প্রকাশিত হয়েছে : ৭:৩৩:২৩,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২৪ | সংবাদটি ১৭৭ বার পঠিত
জায়নামাজ নামাজের জন্য শর্ত বা আবশ্যকীয় কোনো বস্তু নয়। জায়নামাজে নামাজ পড়লে সওয়াব বেশি হবে- এমনটি নয়। বরং নামাজের জায়গা যদি পবিত্র ও পরিচ্ছন্ন থাকে তবে জায়নামাজ ছাড়াও সরাসরি মেঝের ওপর নামাজ পড়া যাবে।
অনেক মসজিদের কার্পেট এবং জায়নামাজে পবিত্র কাবার ছবি থাকে। মসজিদে আসা-যাওয়ার সময় কাবার ছবির ওপর নামাজিদের পা পড়ে। অনেকে আবার কাবার ছবির ওপর বসে থাকে। এসব ছবির ওপর পা পড়লে এবং বসলে কি গুনাহ হবে কিনা এমন প্রশ্ন জাগে অনেকে মনে।
এমন প্রশ্নের জবাবে ইসলামি আইন ও ফেকাহশাস্ত্রবিদেরা বলেন, কাবা ও মসজিদে নববী ইত্যাদির ছবিযুক্ত জায়নামাজ পরিহার করা উচিত। কারণ এসবের উপর পা রাখা কাবার অবমাননার পর্যায়ে পড়ে। তবে জায়নামাজে থাকা কাবা বা মসজিদে নববির ছবিতে পা পড়লে এবং কাবা শরিফের ছবির ওপর বসলে গুনাহ হবে না।
এসব ইসলামের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। আর ইসলামের নিদর্শনাবলীকে সম্মান করতে বলা হয়েছে। তাই এসব ছবিযুক্ত জায়নামাজ পরিহার করা উচিত। তবে এসবের ওপরে পা না রেখে সেজদা করলে নামাজ পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই। মাকরূহ হবে না। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৭/১১১, ফতোয়া তাতারখানিয়া : ২/৩৭, ফতোয়া কাসেমিয়া : ৭/৩৮৭)
হজরত আয়েশা রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা আঁকা এক চাদরে নামাজ আদায় করেন। নামাজের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টি একবার নকশার দিকে পড়ে যায়। নামাজ শেষে তিনি বললেন, আমার এ চাদর আবু জাহমার কাছে নিয়ে যাও। আর আবু জাহমার আম্বিজানিয়া চাদর নিয়ে আস। কেননা এটা এখনই আমার নামাজ নষ্ট করেছে।