হজ ভিসায় সৌদি আরবের নতুন নিয়ম
প্রকাশিত হয়েছে : ৭:৫০:৩৭,অপরাহ্ন ০৭ মে ২০২৪ | সংবাদটি ৪৫ বার পঠিত
হজ ভিসা নিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি আরব। এ বছরের হজ মৌসুমে হজ ভিসায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে দেশটি। হজ ভিসা নিয়ে শুধুমাত্র মক্কা, মদিনা ও জেদ্দা শহরে ভ্রমণ করা যাবে বলছে সৌদি কর্তৃপক্ষ। এর বাইরে অন্যকোনো স্থানে ভ্রমণ করা যাবে না।
সম্প্রতি এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
মন্ত্রণালয় বলছে, এই ভিসাটি শুধুমাত্র হজ মৌসুমের জন্য বৈধ হজ ভিসা। এই ভিসার মাধ্যমে হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ মৌসুমে এই ভিসার মাধ্যমে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে। এই ভিসায় সৌদিতে কাজ করা, থাকা বা নির্ধারিত এলাকার বাইরে ভ্রমণ করা বৈধ বলে গণ্য হবে না।
কেউ এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, তা ছাড়া ভবিষ্যতে সেই ব্যক্তির হজে আসা নিষিদ্ধ করা হতে পারে।