মাধবপুরে ১ ব্যক্তির কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ৬:১৯:৫৬,অপরাহ্ন ২৬ মে ২০২৪ | সংবাদটি ৬৮ বার পঠিত
হবিগঞ্জের মাধবপুরে পৌরসভার নিয়োগ পরিক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় হোসাইন মোহাম্মদ রুবেল (২৫) নামে এক ব্যাক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তিনি হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার মো: জহির মিয়’র পুত্র।
শনিবার (২৫ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌরসভার এই নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত নিয়োগ পরিক্ষায় ৬টি পদে ৫১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে হোসাইন মোহাম্মদ রুবেল অসাধু উপায় অবলম্বন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।