পাহাড়ে মাশরুম চাষ উন্নয়নে মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২:২৯:২০,অপরাহ্ন ২৮ মে ২০২৪ | সংবাদটি ৩৪ বার পঠিত
পাহাড়ে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাস করণের লক্ষ্যে রাঙামাটি জেলার ১০ উপজেলার ২০০ জন কৃষক নিয়ে মাঠ দিবস করেছে রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (২৮) সকালে রাঙামাটি শহরের আসামবস্তি হর্টিকালচার সেন্টারে এ মাঠ দিবস ও মাশরুম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠি হয়।
এ সময় রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপর পরিচালক মো. মনিরুজ্জামান, উপ পরিচালক শষ্য আপ্রু মারমা, রাঙামাটি বনরুপা হর্টিকালচারে উপ পরিচালক কাজী শফিকুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু মো. মনিরুজ্জামানসহ জেলার উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে কৃষিবিদ বক্তারা বলেন, পাহাড়ে মাশরুম চাষ করে পুষ্টির অভাব পুরণ করা সম্ভব। এ এলাকায় মাশরুম চাষের বিপুল সম্ভাবনা আছে। মাশরুম চাষ করে এ এলাকার দারিদ্রকমিয়ে আনা সম্ভব। পাহাড়ে মাশরুম চাষকে আরো লাভজনক করতে কৃষি সম্প্রসারণ অফিস গুণগত সম্পন্ন বীজ উৎপাদনের পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। সেজন্য কৃষি বিভাগের সাথে কৃষকদের যোগাযোগ রাখার পরামর্শ দেন কৃষিবিদ বক্তারা।