মসজিদে বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করলো কুয়েত
প্রকাশিত হয়েছে : ২:৩৭:৫৮,অপরাহ্ন ২৮ মে ২০২৪ | সংবাদটি ৮৮ বার পঠিত
মসজিদের বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ফতোয়া জারি করেছে কুয়েত সরকার। সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির মসজিদের ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রচার করতো, অনেক ক্ষেত্রে মুসল্লিদের বিনামূল্যে খাবারও বিতরণ করা হতো।
কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, মসজিদ এমন বাণিজিক প্রচার থেকে মুক্ত থাকা উচিত।
যাদিও এতো দিন ধরে দেশটির মসজিদগুলোতে খাবার, পানীয় সেবা দিতো প্রতিষ্ঠানগুলো। কোনো কোনো মসজিদে এসিও স্থাপন করতো তারা। বিনিময়ে তাদের নিজেদের প্রতিষ্ঠানের প্রচার করতো। নতুন নিষেধাজ্ঞার কারণে এটি বন্ধ হয়ে যাচ্ছে।
এদিকে দেশটিতে প্রায় এক হাজার ৭০০ মসজিদ আছে। মসজিদের বিনামূল্যে খাবার ও পানীয়ের ওপর অনেক প্রবাসী নির্ভরশীল। সরকারের এমন সিদ্ধান্তে তারা বিপাকে পড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।