তাপমাত্রা নিয়ে যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
প্রকাশিত হয়েছে : ৪:০২:৪৯,অপরাহ্ন ২৯ মে ২০২৪ | সংবাদটি ৪৪ বার পঠিত
সারা দেশে বৃষ্টির পর এবার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। ফলে দিনে বাড়তে পারে গরমের অনুভূতি। তবে এই সময়ে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অদিধপ্তার।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার সকাল ৯টা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এদিকে গতকাল মঙ্গলবার (২৮ মে) রাতে দেয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। দিন ও রাতে প্রায় এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।