বরিশালে মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ৮:০৬:০৮,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০২৪ | সংবাদটি ১২ বার পঠিত
বরিশালে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের ন্যায় বিক্ষোভ করেছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের আমতলার মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে গেলে নগরজুড়ে তীব্র জানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বিভিন্ন সময়ে যে বৈষম্যর শিকার হয়েছে তার তীব্র প্রতিবাদ জানায়। ভবিষ্যতে যেন তারা আর বৈষম্যর শিকার না হয় এবং দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে- স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু, গ্র্যাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে।
ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটিতে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। মেডিক্যাল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল অ্যাডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন এবং বি ফার্মসহ সবিঅনুষদের বি এস সি ও এম এস সি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবি জানানো হয়।
এদিকে ঘণ্টাব্যাপী মহাসড়কে অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আইএইচটি ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এর আগে বেলা সোয়া ১২ টার দিকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। যা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস হয়ে বান্দ রোড হয়ে আমতলার মোড় এলাকায় গিয়ে শেষ হয়।