দুই ব্রিটিশ এমপিকে আটক করেছে ইসরায়েল
প্রকাশিত হয়েছে : ৬:০৫:২৪,অপরাহ্ন ০৬ এপ্রিল ২০২৫ | সংবাদটি ৩ বার পঠিত

ইসরায়েল ব্রিটিশ পার্লামেন্টের লেবার দলের দুই সদস্যকে দেশটিতে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়ে আটক করেছে, যা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি তীব্র ভাবে সমালোচনা করেছেন।
ল্যামি শনিবার এক বিবৃতিতে জানান, ওই দুই এমপি ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে ইসরায়েলে গিয়েছিলেন।
ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আটক হওয়া এমপিরা হলেন লেবার দলের ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহামেদ। তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ‘নিরাপত্তা বাহিনী তৎপরতা নথিবদ্ধ করার এবং ইসরায়েলবিরোধী ঘৃণা ছড়ানোর’ পরিকল্পনা করেছিলেন।
স্কাই নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, ইয়াং ইংল্যান্ডের আর্লি ও উডলি নির্বাচনী এলাকার এবং মোহামেদ শেফিল্ড সেন্ট্রালের এমপি। তারা দুজনই শনিবার লুটন থেকে বিমানযোগে ইসরায়েলে উড়াল দিয়েছিলেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি বলেছেন, “আমি ইসরায়েল সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে পরিষ্কারভাবে জানিয়েছি যে, ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এমন আচরণ করা অগ্রহণযোগ্য। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের সমর্থন জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “যুক্তরাজ্য সরকারের লক্ষ্য হল যুদ্ধবিরতি পুনর্বহাল করা, রক্তপাত বন্ধে মধ্যস্থতা করা, জিম্মিদের মুক্তি এবং গাজা সংঘাতের অবসান ঘটানো।”