বাংলাদেশের ৫২-তম মহান স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ৪:২২:০৮,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ৩৪৫ বার পঠিত
টরন্টো, ১৯ মার্চ :- বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৯শে মার্চ জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। টরন্টোর ড্যানফোর্থে অবস্হিত ধানসিঁড়ি রেস্টুরেন্ট এন্ড সুইটসে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সংগঠনের সাবেক সভাপতি আহাদ খন্দকার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধাদের শাহজাহান উদ্দিন , সংগঠনের সাবেক সভাপতি ছাদ চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি মিজান চৌধুরী,সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুদীপ সোম রিংকু, সংগঠনের উপদেষ্টা সুশীতল চৌধুরী, লায়েক চৌধুরী , মিসকাত চৌধুরী, মইন চৌধুরী, আরিফ আহমেদ , সাহান চৌধুরী, গোলাম মোস্তফা চৌধুরী , সৈয়দ নজমুল হক , রাফে চৌধুরী, জাভেদ চৌধুরী, ইন্তেখাব চৌধুরী তুহিন, বেলয়াত চৌধুরি রিপন, জুটন তরফদার , এড. আবদুল মালিক, আকিল আহমেদ , এড. কামরুল ইসলাম, এস কে রহীম, সম্পাদক সৈয়দ মাহবুব ও , হাসান চৌধুরী , আলীম আল রাজী জুয়েল। সভায় বক্তারা স্বাধীনতা দিবসের উপর বিভিন্ন বিষয়ে আলোচনা করেন । এছাড়াও বক্তারা জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সকল সাংগঠনিক কর্মকান্ড সফল ভাবে সম্পন্ন করার জন্য নানা রকমের পরামর্শ প্রদান করেন এবং সংগঠনকে সর্বাত্নক সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভা পরিচালনার দায়িত্বে ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী (রনি)।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের নির্বাহী সহ-সভাপতি মকবুল হোসেন মঞ্জু , সহ সভাপতি ফজজুল করিম , সহ সভাপতি স্বর্নালী মুক্তা , সহ সভাপতি আসজাদ বখত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জহির শাকিব ,সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সহ সাংগঠনিক মনসুর আহমেদ, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক রিফ্ফাত নূয়েরীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক নাইম চৌধুরী, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, ধর্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য মেহদী চৌধুরী, হাসান চৌধুরী সহ আরো অনেকে।
আলোচনা শেষে নৈশভোজের মাধ্যমে অতিথিদের আপ্যায়িত করা হয়।
ধন্যবাদান্তে-
হাসান তারেক ইমাম
প্রচার সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো