লাহোরে বায়ুদূষণের কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৭:২৯:৩৬,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০২৪ | সংবাদটি ২৬ বার পঠিত
পাকিস্তানের লাহোরে বায়ুদূষণ পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। ফলে বাধ্য হয়ে সব প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। লাখ লাখ শিশুকে ধোঁয়াশাপূর্ণ পরিবেশ থেকে এড়াতে রোববার (৩ নভেম্বর) এ ঘোষণা দেয়া হয়।
দেশটির আবহাওয়া দপ্তর বলছে, আগামী ছয় দিন দূষণের মাত্রা একই থাকবে। সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, স্কুল বন্ধের সময়সীমা বাড়ানো হবে কি না তা নির্ধারণ করতে আগামী শনিবার পরিস্থিতি আবার মূল্যায়ন করা হবে।
বেশ কিছুদিন ধরে লাহোরের ১ কোটি ৪০ লাখ মানুষ দূষণের মিশ্রণে আচ্ছন্ন রয়েছে। বৈশ্বিক বায়ুমানের সূচক ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে। কুয়াশার সঙ্গে নিম্নমানের ডিজেলের ধোঁয়া, মৌসুমি কৃষিজমির খড় পোড়ানোর ধোঁয়া এবং শীতের মধ্যে ঠান্ডা তাপমাত্রাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার যন্ত্র থেকে বের হওয়া গ্যাস-সব মিলিয়ে এ ধোঁয়াশা তৈরি হয়।
বায়ুদূষণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিশু ও বৃদ্ধদের ওপর। পরিবেশগত সমস্যার কারণে নানা ধরনের রোগের ঝুঁকিতে রয়েছের তারা।
পাঞ্জাব সরকারও রোববার এক হাজারের বেশি দূষণ সংক্রান্ত সংক্রমণের তথ্য রেকর্ড করেছে, যা ‘নজিরবিহীন’ বলে মনে করা হচ্ছে। বায়ু দূষণ থেকে বাসিন্দাদের রক্ষা করতে জারি করেছে সবুজ লকডাউন। যার অধীনে নির্মাণ কার্যক্রম, বাণিজ্যিক জেনারেটর ব্যবহার, কয়লা বা কাঠ ব্যবহার করা খাবার দোকানের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।