দক্ষিণ আমেরিকাতেও সক্রিয় হিজবুল্লাহ, তথ্য দিলে শতকোটি পর্যন্ত পুরস্কার ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:০৯,অপরাহ্ন ২০ মে ২০২৫ | সংবাদটি ১২ বার পঠিত

দক্ষিণ আমেরিকাতেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কার্যক্রম রয়েছে এমন ধারণার প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। এ অবস্থায় হিজবুল্লাহ সম্পর্কে তথ্য দিলে ১০ মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় ১২০ কোটিরও বেশি অর্থ অফার করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) আল জাজিরার খবরে বলা হয়, ল্যাটিন আমেরিকায় লেবানিজ গ্রুপের কার্যকলাপ সম্পর্কে টিপস দেওয়ার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর ১০ মিলিয়ন ডলার পর্যন্ত অফার করছে।
পররাষ্ট্র দপ্তর সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে বলেছে, ‘আপনার কাছে যদি (হিজবুল্লাহ) চোরাচালান, অর্থ পাচার, অথবা ত্রি-সীমান্ত অঞ্চলে অন্যান্য আর্থিক ব্যবস্থা সম্পর্কে তথ্য থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি পুরস্কার এবং স্থানান্তরের জন্য যোগ্য হতে পারেন।’
ত্রি-সীমান্ত অঞ্চল বলতে প্যারাগুয়ে, আর্জেন্টিনা এবং ব্রাজিলের সীমান্তকে বোঝায়, যেখানে হিজবুল্লাহ অর্থ পাচার, মাদক পাচার, মার্কিন ডলার জাল করা, অবৈধ হীরা ব্যবসা এবং প্রচুর নগদ অর্থ, কাঠকয়লা, সিগারেট ও তেল পাচারের মাধ্যমে রাজস্ব আয় করে থাকে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
তবে পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে হিজবুল্লাহ ল্যাটিন আমেরিকায় বৈধ ব্যবসা করে বলেও উল্লেখ করা হয়েছে। যেমন- গোষ্ঠীটি রিয়েল এস্টেট, নির্মাণ এবং আমদানি/রপ্তানি ব্যবসা থেকেও তহবিল আয় করে থাকে। যদিও এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
গাজার বিরুদ্ধে যুদ্ধের পর থেকে হিজবুল্লাহকে ইসরায়েল সামরিকভাবে দুর্বল করে দিয়েছে। গত নভেম্বরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও দক্ষিণ লেবাননে মাঝেমধ্যেই বড় হামলা চালাচ্ছে ইসরায়েল।