বান্দরবানের বলিবাজারে আগুনে পুড়ল ১৩টি দোকান
প্রকাশিত হয়েছে : ২:০২:৩৪,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০২৫ | সংবাদটি ১৩ বার পঠিত
শনিবার গভীর রাত সোয়া ২টার দিকে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিবাজারে আগুন লাগে। থানচি থানা ফায়ার স্টেশনের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ জানান, জরুরি নম্বরে কল পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করেন। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে বাজারের ১৩টি দোকান পুড়ে যায়।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি অংসিংম্যা মারমা বলেন, “রাত গভীর হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে বাজারের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে হৈ চৈ শুনে দোকান থেকে বের হয়ে দেখি আগুন জ্বলছে। অনিল কান্দিদাশের মালিকানাধীন একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”
বাজারের পাশের পাড়ার বাসিন্দা মংলুং মারমা বলেন, “হইচই শুনে ঘর থেকে বের হয়ে দেখি আকাশে আগুনের শিখা। তখনই মোটরসাইকেল নিয়ে বাজারের দিকে যাই। আশপাশের আরও অনেকেই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেছে।”
আগুনে ক্ষতিগ্রস্ত হ্লায়ইচিং মারমা নামের কাপড় ব্যবসায়ী বলেন, “২০২৩ সালে একই এলাকায় আগুনে প্রায় ৫০টি দোকান ভস্মীভূত হয়েছিল। এবারও মালামাল সরানোর সুযোগ পাইনি।”
বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান, “আগুনের ঘটনা জানার পরপরই বাজারে এসেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার ব্যবস্থা নেওয়া হবে।” ২০২৩ সালের মে মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দেড় বছরের ব্যবধানে আবারও এ ঘটনা ঘটল।




