তিলপাড়া ইউনিয়ন ট্রাস্ট ইউকে’র কোরআনে হাফেজদের শিক্ষাবৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ২:০৪:২৫,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩৮ বার পঠিত
বিয়ানীবাজারে স্কুল ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার পর এবার কোরআনে হাফেজদের শিক্ষাবৃত্তি দিয়েছে তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে।
গতকাল শুক্রবার বেলা ৩ টায় দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা হলরুমে তিলপাড়া ইউনিয়নের দাসউরা হাফিজিয়া মাদ্রাসা, জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুরা, পীরেরচক দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, তিলপাড়া হযরত শাহজালাল (রহ.) হাফিজিয়া মাদ্রাসা, রজব শাহজালাল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও গোরকটেকা মুমিনপুর হাফিজিয়া মাদ্রাসার কোরআনে হাফেজদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কোরআনে হাফেজসহ বিপুলসংখ্যক লোক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মহাগ্রন্থ আল কোরআনের হাফেজরা হলেন দুনিয়া ও আখেরাতের বাদশা। এজন্য সর্বক্ষেত্রে তাদেরকে সম্মান জানানো আমাদের ধর্মীয়, সামাজিক ও নৈতিক দায়িত্ব। কোরআনে হাফেজদের পৃষ্ঠপোষকতা করলে আমাদের ঘরে ঘরে আরো বেশি হাফেজ সৃষ্টি হবেন। এতে করে আমাদেরও জীবন উজ্জ্বল হবে। কোরআনে হাফেজদের বিরল সম্মানে ভূষিত করায় তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সদস্যরা সত্যিই কৃতিত্বের দাবিদার। বক্তারা মহতি এ ধারা প্রবাসে বিয়ানীবাজারের সবক’টি সামাজিক সংগঠনকে আগামীতে অনুসরণ করার আহ্বান জানান।
তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে ও সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক এবং ব্যাংক এশিয়া দাসউরা বাজার আউটলেট এর কর্ণধার ছাদেক আহমদ আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য মো. খসরুল হক, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মজির উদ্দিন আনসার।
প্রধান অতিথির বক্তব্যে খসরুল হক বলেন, কোরআনে হাফেজদের শিক্ষাবৃত্তি প্রদানের ভিন্নধর্মী এ আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আমাদের উচিত সবাই মিলে সমাজে এ ধারা প্রতিষ্ঠা করা। তাহলে ইহকাল ও পরকালে আমরা শান্তির জীবন পাবো। তিনি উৎসাহব্যঞ্জক এ উদ্যোগের জন্য তিলপাড়া ট্রাস্ট ইউকের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জনান।
প্রধান বক্তার বক্তব্যে মজির উদ্দিন আনসার বলেন, আমরা এ দুনিয়ায় ক্ষণিকের বাসিন্দা। দুনিয়া ও আখেরাত দু’টি পেতে হলে কোরআনে হাফেজদের সাথে মহব্বত তৈরি করতে হবে। অথচ এদিকে আমাদের তেমন নজর নেই। তিলপাড়া ট্রাস্ট আজ আমাদের অন্ধ চোখ খুলে দিয়েছে। সত্যিই তাদের কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তিনি সমাজ উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আরো এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. এখলাছ উদ্দিন, দাসউরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মো. আব্দুল হান্নান, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য হোসেন আহমদ, তিলপাড়া ইউনিয়ন জাসাসের সভাপতি আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি হাফিজ হারুনুর রশীদ, জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা জুবাইর আহমদ, উদীয়মান সমাজকর্মী আলতাফ হোসেন, দাসউরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অঅভিভাবক সদস্য উবায়দুল হক। এছাড়া উপস্থিত ছিলেন দাসউরা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ কামাল আহমদ, রজব শাহজালাল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ আহবাবুল ইসলাম, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মজনু, ৮নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম বলাই ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, ব্যবসায়ী শাহজান মিয়া, উদীয়মান সমাজকর্মী বেলাল আহমদ, জনতা টিভির রিপোর্টার সাহেদ আহমদ ও এহসান খোকন, টাইমস টিভির তাহের আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দাসউরা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ আল আমিন।
এদিকে, গত ১৮ মার্চ শনিবার এ ট্রাস্টের উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি এবং এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান।