৫ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
প্রকাশিত হয়েছে : ৩:০৯:০৮,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩৬ বার পঠিত
সাতক্ষীরায় দ্রুতগামী ৫টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও সাতজন। রবিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের কামালনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার নারায়নপুর গ্রামের আজিজুর রহমান সরদারের ছেলে আব্দুল বারি (৫৫), তার ছেলে রেজোয়ান (২৫) ও সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের ওমর ফারুকের ছেলে মাহমুদুর রহমান (৩৬)।
প্রত্যক্ষদর্শীরা এবং সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম জানান, রবিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের কামালনগর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের পিছন থেকে আসা দ্রুতগামী আরও তিনটি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে।
এতে ঘটনাস্থলেই আব্দুল বারি মারা যান। তার ছেলে রেজোয়ানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় মারাত্মক আহত মাহমুদ হাসানকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও পরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।