আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা নিয়ে অনিশ্চয়তা
প্রকাশিত হয়েছে : ৯:১১:৩৭,অপরাহ্ন ২০ নভেম্বর ২০২৪ | সংবাদটি ১৬ বার পঠিত
২০২৫ সালের ফিনালিসিমায় ইউরো ২০২৪ বিজয়ী স্পেনের মুখোমুখি হওয়ার কথা রয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এই ম্যাচে লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের দ্বন্দ্ব দেখার আশায় ছিল ফুটবলপ্রেমীদের। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মনে করছেন, ব্যস্ত সূচির কারণে এই ম্যাচ আয়োজন করা কঠিন হতে পারে।
ফিনালিসিমার দিন ও ভেন্যু এখনও ঠিক করা হয়নি। তবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ও ক্লাব ফুটবলের ব্যস্ততার মধ্যে এই ম্যাচ আয়োজন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘পরের বছর ফিনালিসিমা আয়োজন করা সহজ হবে না, কারণ স্পেন তখন বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে। সূচির চাপের কারণে এই ম্যাচ সম্ভব হবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।’
স্কালোনি আরও যোগ করেন, ‘আমরা পেরুর বিপক্ষে ম্যাচের আগে অনুভব করেছি যে খেলোয়াড়রা ক্লাব এবং জাতীয় দলের ব্যস্ততার কারণে খুব কমই বিশ্রাম পেয়েছে। জুন থেকে আমরা অনেক ম্যাচ খেলেছি, যা খেলোয়াড়দের ওপর বড় প্রভাব ফেলেছে।’
ম্যাচটি কবে এবং কোথায় হবে, তা এখনও নিশ্চিত নয়। এমনকি এটি ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। সেই বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, এবং ফিনালিসিমার জন্য নিউ ইয়র্ককে সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে।
ফুটবলপ্রেমীরা ফিনালিসিমায় লিওনেল মেসি এবং লামিন ইয়ামালের সম্ভাব্য দ্বৈরথ দেখার অপেক্ষায় থাকলেও সূচির চাপ এবং আয়োজন সংক্রান্ত জটিলতা ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। এখন দেখতে হবে, কীভাবে এই ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত সমাধান খুঁজে পাওয়া যায়।