ক্যারিয়ার ধ্বংস করায় বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন নারী ক্রিকেটার
প্রকাশিত হয়েছে : ৮:৫০:০২,অপরাহ্ন ২০ মে ২০২৫ | সংবাদটি ১০ বার পঠিত

জাতীয় দল থেকে বাদ পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নো মোর ক্রিকেট’ পোস্ট করে আলোচনায় এসেছিলেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ। মাঝে সুযোগ পেলেও আবারও বাদ পড়েন। গত তিন বছর ধরে কোনো দলেই সুযোগ পাননি এই ক্রিকেটার। এবার এক পোস্টে বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন নারী ক্রিকেট দলের এই অলরাউন্ডার।
নিজের ফেসবুক পেজে এক পোস্টে খোলা চিঠির মতো করে বিসিবির কাছে তিনি লিখেছেন, ‘বিসিবির সম্মানিত অভিভাবকদের বলছি। আমি খেলি কিংবা না খেলি, এমন অনৈতিকতা ও বিশৃঙ্খলা আর চলতে পারে না। দয়া করে আমাকে চূড়ান্ত সমাধান দিন। কোনো কারণ ছাড়া দীর্ঘ তিন বছর বাইরে থাকা কোনো রকমের হাস্যকর বিষয় নয়।’
আরও যোগ করেন, ‘আমার রেকর্ডই প্রমাণ করে যে আমি কখনোই অবহেলা করে কিংবা নোংরা ক্রিকেট খেলিনি এবং কখনোই কোনো অনৈতিক কাজে জড়াইনি। সিনিয়রিটি কখনোই অভিশাপ হতে পারে না। আমি স্পষ্টভাবে ন্যায়বিচার চাই, তাদের বিরুদ্ধে যারা আমার উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।’
২০১১ সাল থেকেই জাতীয় দলে নিয়মিত মুখ ছিলেন রুমানা আহমেদ। ফিটনেস ইস্যু টেনে বছর তিনেক আগে দল থেকে বাদ পড়েন এই অলরাউন্ডার। এর ব্যাখ্যায় বিসিবি বিশ্রামের কথা বললেও, তা মানতে নারাজ ছিলেন এই অলরাউন্ডার। টানা কয়েকটি সিরিজে স্কোয়াডে জায়গা হারিয়ে ‘নো মোর ক্রিকেট’ লিখে খেলা ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই অলরাউন্ডার।
বাংলাদেশের হয়ে সবমিলিয়ে ৫০ ওয়ানডে খেলেছেন রুমানা। যেখানে ৫ হাফ সেঞ্চুরিতে ৯৬৩ রান করেছেন তিনি। বল হাতে তার শিকার ৫০ উইকেট। বাংলাদেশকে ১৮ ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৮৪টি ম্যাচ খেলেছেন রুমানা।