শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফের জামিন আবেদন খারিজ
প্রকাশিত হয়েছে : ৫:৩৮:১৩,অপরাহ্ন ০৪ জুন ২০২৫ | সংবাদটি ১০ বার পঠিত

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত এবং এম এ এস শরীফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৪ জুন) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৮ মে তাদের প্রত্যেকের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একইদিন একই মামলায় সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মঙ্গলবার (৩ জুন) রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করে পুলিশ। শুনানিতে আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী লুৎফা বেগম পারুল।
শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করেন বলে নিশ্চিত করেন হাতিরঝিল থানার আদালত প্রসিকিউশন বিভাগের এসআই মোকছেদুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়ায় গ্রেপ্তার করা হয় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং তার সহযোগী মোল্লা মাসুদকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শ্যুটার আরাফাত ও শরীফকে।
অভিযানে তাদের কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। ওই ঘটনায় পরদিন, ২৮ মে হাতিরঝিল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।