শি জিনপিংকে আবারও ‘স্বৈরশাসক’ বললেন জো বাইডেন
প্রকাশিত হয়েছে : ৮:৪২:১৭,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০২৩ | সংবাদটি ৬১ বার পঠিত
চীনা প্রেসিডেন্টকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘শি একটি কমিউনিস্ট দেশের নেতা। তাদের সরকারের গঠন আমাদের মতো নয়।’ গতকাল বুধবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বুধবার ৬ বছর পর যুক্তরাষ্ট্রে যান শি জিনপিং। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই দুই ক্ষমতাশালী প্রেসিডেন্টের মধ্যে দ্বিতীয়বারের মতো মুখোমুখি সাক্ষাৎ হলো। ইসরায়েল-গাজা যুদ্ধ, তাইওয়ান, ইউক্রেনের যুদ্ধ এবং নির্বাচনে হস্তক্ষেপের মতো অনেক বিষয়ই উঠে আসে এ বৈঠকে।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে আলোচনার বেশ কিছু বিষয় তুলে ধরেন বাইডেন। সম্মেলনের শেষ দিকে চীনের আবারও স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেন বাইডেন।
এ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘দেখুন, তিনি এমন একটি দেশ পরিচালনা করেন যা একটি কমিউনিস্ট দেশ। ওই দেশের সরকারের গঠন আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। এই অর্থে তিনি একজন স্বৈরশাসক।’