আবারও দক্ষিণি সিনেমায় গাইছেন আতিফ আসলাম
প্রকাশিত হয়েছে : ৮:০১:৫০,অপরাহ্ন ০৮ মে ২০২৪ | সংবাদটি ৪৫ বার পঠিত
পুলওয়ামা কাণ্ডের পর ভারতীয় সিনেমায় পাকিস্তানি শিল্পীদের কাজ বন্ধ রয়েছে। এ নিয়ে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। যদিও তা ভারতীয় সুপ্রিম কোর্টে টেকেনি। এরপরও পাকিস্তানি শিল্পীদের নিয়ে ভারতে সমালোচনা হয়েছে অনেক। তবে ব্যতিক্রম দেখা গেছ পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বেলায়। আগেই কাজ করেছেন বলিউড সিনেমায়। নতুন খবর হলো, এবার দক্ষিণি সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে তার।
জানা গেছে, মালয়ালম সিনেমা ‘হাল’-এর জন্য একটি গান রেকর্ড করতে যাচ্ছেন আতিফ। ধারণা করা হচ্ছে, গানটি তিনি হিন্দিতে গাইবেন।
সিনেমাটি পরিচালনা করছেন প্রশান্ত বিজয়কুমার। মূল চরিত্রে দেখা যাবে অভিনেতা শেন নিগমকে। সংগীত পরিচালনার দায়িত্বে নান্ধাগোপান ভি। আতিফের সঙ্গে ছবিও শেয়ার করেছেন তিনি।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বাংলাদেশে কনসার্ট করে গেছেন আতিফ। বলিউডের মতো এখানেও রয়েছে তার অগণিত ভক্ত-শ্রোতা।