রাফায় ইসরায়েলের বিরুদ্ধে এবার সরব হলেন এক ঝাঁক বলিউড তারকা
প্রকাশিত হয়েছে : ৮:১৮:০৩,অপরাহ্ন ০১ জুন ২০২৪ | সংবাদটি ৩৬ বার পঠিত
গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের চরম লড়াই চলছে। একদিকে রাফাসহ পুরো গাজায় বোমা হামলা চালাচ্ছে ইহুদিবাদী দেশটি, অন্যদিকে প্রতিরোধ করে যাচ্ছে হামাস। তবে এবার বেশ কিছু বলিউড তারকাকে এই হামলার বিরুদ্ধে সরব হতে দেখা গেছে।
এই তালিকায় রয়েছেন বেশ কিছু ‘প্রথম শ্রেণি’র তারকা যেমন, কারিনা কাপুর খান, আলিয়া ভাটসহ প্রিয়াঙ্কা চোপড়া ও বরুণ ধাওয়ান।
এছাড়া ইউনিসেফের শুভাচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়াকে কখনো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়নি। এবার তিনিও এই গণহত্যার বিররুদ্ধে আওয়াজ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়েছেন।
এই হামলার নিন্দা জানিয়ে আলিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, পৃথীবির সব শিশুদেরই নিরাপত্তা ও ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। সকলে শান্তি পাওয়ার অধিকার রাখেন।
এসব নিন্দা ও প্রতাতিবাদের পর মাধুরি দিক্ষিত, দিয়া মির্জা ও সামান্থা রুথ প্রভুও এই প্রতিবাদে যোগ দেন।