নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে নিলেন স্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯:০৫:১১,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০২৪ | সংবাদটি ১১ বার পঠিত
চিত্রনায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে স্ত্রী তাহের চৌধুরী ঋদ্ধি মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে এক ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি নায়কের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। এবার সেই অভিযোগ তুলে নিয়ে, ফেসবুক পোস্টের জন্য ক্ষমা চাইলেন ঋদ্ধি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিরবের স্ত্রীর এমন অভিযোগ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর গণমাধ্যমে নিরব-ঋদ্ধির ভাঙনের গুঞ্জন নিয়ে খবরও প্রচার হয়। কিন্ত ঘণ্টাখানেক পর ঋদ্ধি ওই পোস্ট মুছে দেন। এরপর নিরবের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়ে তিনি জানান, পরকীয়ায় জড়িত নন নিরব।
এরপর রাতে দেওয়া পোস্টের জন্য চান ক্ষমা চেয়ে ফেসবুকে ঋদ্ধি লিখেছেন, ‘গতকাল রাতে দেওয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাই। সে (নিরব) আমার সঙ্গে প্রতারণা করেনি। নিরবের এক প্রাক্তন তাকে মেসেজ দিয়েছিল। এটা ছিল একপাক্ষিক যোগাযোগ। হিট অব দ্য মোমেন্টে স্ট্যাটাস দিয়েছিলাম। প্রাক্তনের যোগাযোগ প্রসঙ্গে নিরবের কোনো দায় নেই। তাই এটা পরকীয়া সম্পর্ক নয়।’
সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন নিরব। সেখানে বিভিন্ন স্টেজ শোতে পারর্ফম করার কথা রয়েছে তার। এর মাঝেই স্ত্রীর অভিযোগকে কেন্দ্র করে তাদের বিচ্ছেদের গুঞ্জন তৈরি হয়।