ডন থ্রি’তে রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা শর্বরী
প্রকাশিত হয়েছে : ৮:১৫:৫৭,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০২৫ | সংবাদটি ২২ বার পঠিত

‘ডন’ ফ্র্যাঞ্চাইজির আগামী সিনেমা ‘ডন থ্রি’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। সিনেমাটিতে নায়কের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়েছে অনেক আগেই। তবে সিনেমাটির নায়িকার নাম নিয়ে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। অনেক অভিনেত্রীর নামও শোনা যাচ্ছিল। শুরুতে জানা যায় ‘ডন থ্রি’ সিনেমাটিতে প্রধান নায়িকার ভূমিকায় থাকবেন দীপিকা পাড়ুকোন।
পরে জানা যায় সিনেমাটিতে থাকবেন কিয়ারা আদভানি। তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বলিউডের নতুন প্রজন্মের আলোচিত অভিনেত্রী শর্বরী ওয়াঘকে দেখা যাবে ‘ডন থ্রি’তে। শর্বরীর কাছে ‘ডন থ্রি’র প্রস্তাব পাঠায় প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট। প্রযোজনা সংস্থার বরাতে জানা যায়, সিনেমাটির প্রস্তাব গ্রহণ করেছেন অভিনেত্রী।
‘বান্টি অউর বাবলি টু’তে নায়িকা হিসেবে অভিষেক হয় শর্বরীর। এরপর গত বছর থেকে দারুণ সময় যাচ্ছিল তরুণ অভিনেত্রী শর্বরীর। শুধু ‘মুনিয়া’র বক্স অফিস সাফল্যই নয়, সিনেমাটিতে ‘তরস’ গানে শর্বরীর উষ্ণ উপস্থিতি দর্শকদের মনে লেগে আছে। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘মহারাজ’ কিংবা সাম্প্রতিক সিনেমা ‘বেদা’য় শর্বরীর অভিনয় প্রশংসিত হয়েছে। এই তিন সিনেমা বলিউডে পরিচিতি দিয়েছে শর্বরীকে।
এ বছর মুক্তি পাবে শর্বরী অভিনীত আরও একটি নতুন সিনেমা ‘আলফা’। অ্যাকশন ঘরানার এই সিনেমাটিতে তিনি আলিয়া ভাট ও ববি দেওলের সঙ্গে কাজ করেছেন।