সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:৩৩,অপরাহ্ন ২২ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৬৫ বার পঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সর্বস্তরের জনগণ, প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সংবাদকর্মীসহ দেশ ও প্রবাসে বসবাসকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এক শুভেচ্ছা বার্তায় পুলিশ সুপার বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে এলো খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আপনারদের সবার পরিবারের জন্য বয়ে আনুক সুখ,শান্তি ও সমৃদ্ধি অনাবিল আনন্দ।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, বাংলার প্রতিটি ঘর আলোকিত হয়ে উঠুক ঈদের আনন্দ। ঈদ মোবারক।
তিনি বলেন, ঈদ ও ঈদ পরবর্তীতে সিলেট জেলার সকল উপজেলা গুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের ছুটিতে শহর ছেড়ে অনেক মানুষ গ্রামের বাড়িতে যাবেন। সিলেটের পর্যটন কেন্দ্রে জনসমাগম ঘটবে। আমরা জনগণের ঈদের আনন্দ স্বস্তিদায়ক করার লক্ষ্যে সকল চ্যালেঞ্জ মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানান তিনি।
এদিকে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদের দিন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত কনস্টেবল এসআই পদমর্যাদার অফিসারবৃন্দ ও সিভিল স্টাফদের সাথে।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসারবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।